নং |
সেবার নাম |
সেবা প্রদান পদ্ধতি |
প্রয়োজনীয় কাগজপত্র ও প্রাপ্তিস্থান |
সেবামূল্য |
সেবা প্রদানের সময়সীমা |
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (নাম, পদবি ফোন ও ই-মেইল) স্ব স্ব কারাগার কর্তৃক পূরণীয় |
১ |
২ |
৩ |
৪ |
৫ |
৬ |
৭ |
ক. বন্দি সংক্রান্ত প্রদত্ত সেবা সমূহ |
||||||
১.
|
বন্দির আত্মীয়-স্বজন ও বন্ধু বান্ধবের সাথে সাক্ষাতের ব্যবস্থা করণ, ক. সাধারন হাজতি বন্দি |
জেল সুপার বরাবর সরাসরি আবেদনপত্র দাখিলের পর সাক্ষাতের ব্যবস্থা গ্রহণ করা হয়। প্রতি ১৫ (পনেরো) দিন অন্তর কারাবিধি ও সরকারি নির্দেশনা মোতাবেক সাক্ষাতের সুযোগ রয়েছে। |
কারা কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত নির্ধারিত ফরমে আবেদন দাখিল |
বিনামূল্যে |
আবেদনপত্র দাখিলের পর সর্বোচ্চ ১ ঘন্টা |
মোঃ তরিকুল ইসলাম ডেপুটি জেলার (ভর্তি ও মুক্তি, ডিটেন্যু শাখা) মোবাইল-01717-133616 jsbbaria@prison.gov.bd
|
খ. সাধারন কয়েদি ও ফাঁসির দন্ডপ্রাপ্ত বন্দি |
জেল সুপার বরাবর সরাসরি আবেদনপত্র দাখিলের পর সাক্ষাতের ব্যবস্থা গ্রহণ করা হয়। প্রতি ০১ (এক) মাস অন্তর কারাবিধি ও সরকারি নির্দেশনা মোতাবেক সাক্ষাতের সুযোগ রয়েছে। |
কারা কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত নির্ধারিত ফরমে আবেদন দাখিল |
বিনামূল্যে |
আবেদনপত্র দাখিলের পর সর্বোচ্চ ১ ঘন্টা |
মোঃ তরিকুল ইসলাম ডেপুটি জেলার (ভর্তি ও মুক্তি, ডিটেন্যু শাখা) মোবাইল-01717-133616 jsbbaria@prison.gov.bd |
|
গ. ডিভিশন প্রাপ্ত বন্দি |
জেল সুপার বরাবর সরাসরি আবেদনপত্র দাখিলের পর সাক্ষাতের ব্যবস্থা গ্রহণ করা হয়। প্রতি ১৫ (পনেরো) দিন অন্তর কারাবিধি ও সরকারি নির্দেশনা মোতাবেক সাক্ষাতের সুযোগ রয়েছে। |
১. নির্ধারিত ফরমে আবেদনপত্র ২. প্রত্যেক সাক্ষাত প্রার্থীর এক কপি পাসপোর্ট সাইজের ছবি। ৩. জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ৪. সাক্ষাত প্রার্থীরদের মোবাইল নম্বর |
বিনামূল্যে |
আবেদনপত্র দাখিলের পর সর্বোচ্চ ২ ঘন্টা |
মোঃ তরিকুল ইসলাম ডেপুটি জেলার (ভর্তি ও মুক্তি, ডিটেন্যু শাখা) মোবাইল-01717-133616 jsbbaria@prison.gov.bd |
|
|
ঘ. জঙ্গি, টপটেরর ও অন্যান্য স্পর্শকাতর বন্দি |
সংশ্লিষ্ট কারাগারের জেল সুপার বরাবর সরাসরি আবেদনপত্র দাখিলের পর সাক্ষাতের ব্যবস্থা গ্রহণ করা হয়। প্রতি ১৫ (পনেরো) দিন অন্তর কারাবিধি ও সরকারি নির্দেশনা মোতাবেক সাক্ষাতের সুযোগ রয়েছে। |
১. নির্ধারিত ফরমে আবেদনপত্র ২. প্রত্যেক সাক্ষাত প্রার্থীর এক কপি পাসপোর্ট সাইজের ছবি। ৩. জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ৪. সাক্ষাত প্রার্থীদের মোবাইল নম্বর |
বিনামূল্যে |
আবেদনপত্র দাখিলের পর সর্বোচ্চ ২ ঘন্টা |
মোঃ তরিকুল ইসলাম ডেপুটি জেলার (ভর্তি ও মুক্তি, ডিটেন্যু শাখা) মোবাইল-01717-133616 jsbbaria@prison.gov.bd |
|
ঙ. ডিটেন্যু ও নিরাপদ হেফাজতী বন্দি |
জেল সুপার বরাবর সরাসরি আবেদনপত্র দাখিলের পর সাক্ষাতের ব্যবস্থা গ্রহণ করা হয়। প্রতি ১৫ (পনেরো) দিন অন্তর কারাবিধি ও সরকারি নির্দেশনা মোতাবেক সাক্ষাতের সুযোগ রয়েছে। |
১. সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট/আদালতের অনুমোদনপত্র। ২. প্রত্যেক সাক্ষাতপ্রার্থীর এক কপি ছবি। |
বিনামূল্যে |
আবেদনপত্র দাখিলের পর সর্বোচ্চ ২ ঘন্টা |
মোঃ তরিকুল ইসলাম ডেপুটি জেলার (ভর্তি ও মুক্তি, ডিটেন্যু শাখা) মোবাইল-01717-133616 jsbbaria@prison.gov.bd |
২. |
বন্দির আইনজীবির সাথে সাক্ষাতের ব্যবস্থা করণ |
জেল সুপার যৌক্তি কারণে যে কোন সময়ের ব্যবধানে আইনজীবির সাথে সাক্ষতের ব্যবস্থা করে দিতে পারেন। |
নির্ধারিত ফরমে আবেদন |
বিনামূল্যে |
আবেদনপত্র দাখিলের পর সর্বোচ্চ ১ ঘন্টা |
মোঃ তরিকুল ইসলাম ডেপুটি জেলার (ভর্তি ও মুক্তি, ডিটেন্যু শাখা) মোবাইল-01717-133616 jsbbaria@prison.gov.bd |
৩. |
কারা ক্যান্টিনের মাধ্যমে বন্দির নিকট মালামাল/পন্যে প্রদানের ব্যবস্থা করণ, |
বাহির কারা ক্যান্টিন থেকে বন্দির আত্মীয়-স্বজন মালামাল/পন্য কিনে বন্দির নামে করাভ্যন্তরে কারা ক্যান্টিন থেকে বন্দি নিজে তার ব্যক্তিগত ক্যাশে (পিসি) জমাকৃত টাকার মাধ্যমে প্রয়োজনীয় অনুমোদিত মালামাল/পন্য ক্রয় করতে পারেন। |
পিসি কার্ড |
কারা ক্যান্টিনের নীতিমালা অনুযায়ী নির্ধারিত মূল্য |
সর্বোচ্চ ০২ ঘন্টা |
জেলার মোবাইল -০১৭৬৯৯৭০৩৫১ jsbbaria@prison.gov.bd |
৪. |
বন্দির ব্যক্তিগত ক্যাশ (পিসি) তে টাকা জমা গ্রহণ |
ভিতর কারা ক্যান্টিন থেকে প্রয়োজনীয় মালামাল/পন্য ক্রয়ের জন্য বন্দির আত্মীয়-স্বজন বন্দির পিসিতে টাকা দিতে পারেন। টাকা জমা দানের পর প্রত্যেক জমাদানকারীতক রশিদ প্রদান করা হয় এবং বন্দির নামে জমাকৃত টাকা বন্দির পিসিতে জমা হয়। |
নির্ধারিত ফরমে আবেদন |
বিনামূল্যে |
সর্বোচ্চ ৩০ মিনিট |
জেলার মোবাইল -০১৭৬৯৯৭০৩৫১ jsbbaria@prison.gov.bd |
৫. |
বন্দির ওকালতনামা স্বাক্ষরকরণ |
বন্দির ওকালতনামা বাহিরে সংরক্ষিত বক্সে জমা দিতে হয়। দায়িত্বপ্রাপ্ত ডেপুটি জেলারের কাছে সরাসরি জমা প্রদান করা হয়। ওকালতনামায় সংশ্লিষ্ট বন্দির স্বাক্ষর গ্রহণের পর তা আবার ওকালতনামা জমাদানকারীর নিকট ফেরত প্রদান করা হয়। |
সংশ্লিষ্ট উকিলের কাছ থেকে প্রাপ্ত ওকালতনামা |
বিনামূল্যে |
সর্বোচ্চ ২ ঘন্টা।
|
ডেপুটি জেলার (ভর্তি ও মুক্তি, ডিটেন্যু শাখা) মোবাইল-01717-133616 jsbbaria@prison.gov.bd |
৬. |
বন্দিকে জামিনে মুক্তি/খালাস প্রদান |
সংশ্লিষ্ট আদালতের মাধ্যমে বন্দির জামিন নামা/মুক্তিনামা আসলে তা যাচাই-বাচাই পূর্বক বন্দিকে জামিনে মুক্তি/খালাস প্রদান করা হয়। প্রতিদিন কারা জামিনে মুক্তি/খালাস পাবে তা পূর্বে থেকে বাহিরে নোটিস টাঙ্গিয়ে দেওয়া হয়। |
সংশ্লিষ্ট আদালতের মাধ্যমে প্রাপ্ত সঠিক জামিননামা/মু্ক্তি নামা |
বিনমূল্যে |
সর্বোচ্চ ২ ঘন্টা। তবে জামিননামা সংশোধনের বা সঠিকতা যাচাইয়ের প্রয়োজন হলে বিলম্ব হতে পারে।
|
ডেপুটি জেলার (ভর্তি ও মুক্তি, ডিটেন্যু শাখা) মোবাইল-01717-133616 jsbbaria@prison.gov.bd |
৭ |
কারা পন্য বিক্রয় |
কারাভ্যন্তরে বন্দি প্রশিক্ষণ ও পুনর্বাসন কার্যক্রম মাধ্যমে উৎপাদিত পণ্য সমূহ জনসাধারনের নিকট নির্ধারিত লাভে বিক্রি করা হয়। |
-- |
নির্ধারিত মূল্যে |
তাৎক্ষণিক (সহজ লভ্যতা সাপেক্ষে) |
জেলার মোবাইল -০১৭৬৯৯৭০৩৫১ jsbbaria@prison.gov.bd |
৮ |
বোর্ড পরীক্ষা অংশগ্রহণের ব্যবস্থা করণ |
কারভ্যন্তরে বন্দির মাধ্যমে যারা এস এস সি বা অন্যান্য পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক তাদের যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে কারাগারের পরিক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। |
নির্ধারিত ফরমে আবেদন আদলত ও যথাযথ কর্তৃপক্ষেরে অনুমোদন
|
বিনামূল্যে |
বোর্ড বা বিশ্ববিদ্যালয় কর্তৃক রুটিন অনুযায়ী |
জেল সুপার মোবাইল-০১৭৬৯৯৭০৩৫০
ডেপুটি জেলার (ভর্তি ও মুক্তি, ডিটেন্যু শাখা) মোবাইল-01717-133616 jsbbaria@prison.gov.bd |
৯ |
তথ্য সরবরাহ |
জেল সুপার বরাবরে বন্দির আত্মীয-স্বজন অথবা অন্য কোন ব্যাক্তি আবেদনের প্রেক্ষিতে বন্দির সাজা, কারাবাস, কারা ব্যবস্থাপনা সংক্রান্ত তথ্য (যাহা কারা নিরাপত্তা বিঘ্নিত করবেনা) সরবরাহ করা হয়। প্রতি কাযদিবসে এ সংক্রান্ত আবেদন সরাসরি বা ডাক যোগে অথবা ই-মেইল এ প্রেরণ করা যায়। |
তথ্য অধিকার (তথ্য প্রাপ্তি সংক্রান্ত) বিধিমালা -২০০৯ এ নির্দেশিত ফরমে অথবা সাদা কাগজে আবেদন করতে হবে। |
বিনামূল্যে; যেসব তথ্য সরবরাহে সরকারি অর্থ খরচ হয় ক্ষেত্র বিশেষ নির্ধারিত অর্থ প্রদান করতে হয় |
আবদেন দাখিলের পর ১-১৫ দিন |
জেল সুপার মোবাইল-০১৭৬৯৯৭০৩৫০ jsbbaria@prison.gov.bd |
১০ |
বন্দি স্থানান্তর |
মামলা সংক্রান্ত, উন্নত চিকিৎসা, প্রশাসনিক বা অবস্থানের কারণে বন্দিদের এক কারাগার হতে অন্য কারাগারে বদলি/স্থানান্তর করা হয়। বন্দি তার আত্মীয় অথবা কারাগার হতে বদলির আবেদন পত্র পাওয়ার পর এ সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত প্রদান করা হয়। |
বন্দি কর্তৃক কারাকর্তৃপক্ষের নির্ধারিত ফরমে আবেদন অথবা বন্দির আত্মীয়-স্বজন কর্তৃক নির্ধারিত ফরমে/সাদা কাগজে আবেদন করতে হবে। |
বিনামূল্যে |
আবদেন দাখিলের পর ১-১৫ দিন |
জেল সুপার মোবাইল-০১৭৬৯৯৭০৩৫০ jsbbaria@prison.gov.bd |