Details
এক নজরে
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১,গাজীপুর।
১। সাধারন বিবরণীঃ
১.১ স্থাপিত ঃ ২৬.০৯.২০০১
১.২ আয়তন ঃ (ক) কারাভ্যন্তরে - ০৭ একর ।
(খ) বহির্ভাগ - ১০৩ একর ।
১.৩ ধারণ ক্ষমতা ঃ ৫৪৮ জন (পুরুষ)
১.৪ লোকবল ও বর্তমান অবস্থা
- কারাগারে মোট অনুমোদিত জনবল ---------------------------২৪১ জন
- বর্তমানে কর্মরত জনবল ------------------------------------২০১ জন
বন্দিদের জন্য সুবিধাসমূহ:
- কারাভ্যন্তরে নিরক্ষর বন্দিদের সাক্ষরতা কার্যক্রমের ব্যবস্থা রয়েছে।
- বন্দিদের ধর্মীয় শিক্ষা এবং ধর্মীয় অনুশাসন সম্পর্কে শিক্ষাদানের ব্যবস্থা রয়েছে।
- বন্দিদের জন্য কারা লাইব্রেরী ব্যবহারের সুবিধা রয়েছে।
- বিনোদনের জন্য টেলিভিশনের ব্যবস্থা আছে। এছাড়া বন্দিরা লুডু ,দাবা, ক্রিকেট, ফটবল , ভলিবল খৈলার সুযোগ পাচ্ছে।
- বন্দিদের নিজ খরচে খবরের কাহজ পড়ার সুযোগ দেওয়া হচ্ছে।
- গরীব ও অসহায় বন্দিদের চাহিদামতো আইনগত সহায়তা প্রদান করা হচ্ছে।
- বন্দিদের স্বাভাবিক জীবনে ফিরে সুস্থ জীবন যাপনের লক্ষ্যে আত্নকর্মসংস্থান মূরক প্রশিক্ষণ কর্মসূচী ঃ- কম্পিউটার প্রশিক্ষণ, সেলােই, ইলেকট্রনিক্স , ক্ষৌরীকর্ম সহ আরও অনেক প্রশিক্ষণ কার্যক্রম চালু আছে।
- বন্দিদের সুলভমূল্যে পণ্য সরবরাহের জন্য কারা ক্যান্টিন চালু আছে।
- কারা বন্দিদের ফোনে কথা বলার সুবিধা চালু আছে।